আল্লাহ বরকত লকেট”
আল্লাহ বরকত লকেট যা মুদ্রিত আছে তা হলোঃ-
১) আল্লাহর চার নাম।
২) চার কূলঃ-যথা,--(১.সূরা কাফিরুন, ২.সূরা ইখলাস,৩ সূরা ফালাক, ৪. সূরা নাস)
৩) আয়াতুল কুরসি।
আপনি যদি অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করেন এবং ঈমানদার হয়ে থাকেন তাহলে এই লকেট আপনার জন্য দোয়া। এই লকেট আপনার জীবনে সকল অশান্তি থেকে বিরত রাখবে। সোনা, রুপোর মতোই এই লকেট অমূল্য। আল্লাহ বরকত লকেট থাকা আয়াতুল কুরসি ও চার কূলের প্রভাবে আপনি সমস্ত বিপদ আপদ থেকে দূরে থাকবেন। আল্লাহ আপনার সকল আশা পূরন করবেন। এই লকেট যদি আপনার গলায় থাকে তাহলে আল্লাহর রহমত ও বরকত সবসময় আপনার সঙ্গেই থাকবে। রোজগারে উন্নতি ঘটবে। আপনার জীবন সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে।